স্বামী বিবেকানন্দের স্বপ্নসম্ভব শ্রীসারদা মঠের মুখপত্র ‘নিবোধত’। এটি দ্বিমাসিক পত্রিকা। বছরে ছয়টি সংখ্যা যথাক্রমে মে, জুলাই, সেপ্টেম্বর, নভেম্বর, জানুয়ারি ও মার্চের ১ তারিখে প্রকাশিত হয়। সেপ্টেম্বর সংখ্যাটি পূজাসংখ্যা এবং জানুয়ারি সংখ্যাটি বিশেষ সংখ্যা।

লেখক-লেখিকার প্রতি সবিনয় নিবেদন,
* নিবোধত পত্রিকার জন্য যে লেখাটি পাঠাতে চলেছেন তার একটি হুবহু নকল অবশ্যই নিজের কাছে রাখবেন। আমরা কোনও পাণ্ডুলিপি (মনোনীত বা অমনোনীত) ফেরত দিই না।
* আপনার পাঠানো প্রবন্ধের সঙ্গে নিজের নাম, ঠিকানা, ফোন নম্বরের উল্লেখ অবশ্যই করবেন।
* আগে কোথাও ছাপা হয়েছে এমন লেখা পাঠাবেন না। শুধু ধর্মীয় প্রসঙ্গ নয়–দর্শন, ইতিহাস, শিল্প, সাহিত্য, বরেণ্য সাধক ও মহাপুরুষদের কথা নিয়ে ইতিবাচক লেখা আমরা প্রকাশ করি।
* আপনার লেখা ১৫০০ থেকে ২০০০ শব্দের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।
* ধারাবাহিক রচনার ক্ষেত্রে সম্পূর্ণ পাণ্ডুলিপি পাঠাতে হবে।
* লেখার সঙ্গে মূল্যবান নথিপত্র, ফোটো থাকলে তা ফিরিয়ে নেওয়ার দায়িত্ব আপনারই।
* প্রবন্ধের সঙ্গে তথ্যসূত্র দিলে নিম্নোক্ত ক্রম অনুসরণ করুন ও লেখকের নাম, বইয়ের নাম, প্রকাশনা সংস্থার নাম, প্রকাশের স্থান ও বর্ষ, খণ্ড বা ভাগ (যদি থাকে) এবং পৃষ্ঠা। তথ্যসূত্র সম্পূর্ণ না হলে রচনা প্রকাশ করা হয় না।
—সম্পাদিকা

Few Published Articles

Subscribe to Nibodhata Daily quotes

 

NIBODHATA PATRIKA SUBSCRIPTION PLAN

One Year Two Years Three Years 30 Years
By Hand/Group Rs.120 Rs.240 Rs.350
By Post with Puja Edition Rs.230 Rs.460 Rs.650 Email Us
Single Register Post Rs. 320 Rs.640 Rs.920
By Air Rs.3000 Rs.6000 Rs.9000
By Air registered Post Rs.4000 Rs.8000 Rs. 12000
Web-zine Rs. 60 Rs.120 Rs.180 Email Us
× How can I help you?