স্বামী বিবেকানন্দের স্বপ্নসম্ভব শ্রীসারদা মঠের মুখপত্র ‘নিবোধত’। এটি দ্বিমাসিক পত্রিকা। বছরে ছয়টি সংখ্যা যথাক্রমে মে, জুলাই, সেপ্টেম্বর, নভেম্বর, জানুয়ারি ও মার্চের ১ তারিখে প্রকাশিত হয়। সেপ্টেম্বর সংখ্যাটি পূজাসংখ্যা এবং জানুয়ারি সংখ্যাটি বিশেষ সংখ্যা।
Preview Webzine Version button
Preview Printed Version
Submit articles to Nibodhata Patrika-Guideline for Authors Button
লেখক-লেখিকার প্রতি
সবিনয় নিবেদন,
* নিবোধত পত্রিকার জন্য যে লেখাটি পাঠাতে চলেছেন তার একটি হুবহু নকল অবশ্যই নিজের কাছে রাখবেন। আমরা কোনও পাণ্ডুলিপি (মনোনীত বা অমনোনীত) ফেরত দিই না।
* আপনার পাঠানো প্রবন্ধের সঙ্গে নিজের নাম, ঠিকানা, ফোন নম্বরের উল্লেখ অবশ্যই করবেন।
* আগে কোথাও ছাপা হয়েছে এমন লেখা পাঠাবেন না।
শুধু ধর্মীয় প্রসঙ্গ নয়–দর্শন, ইতিহাস, শিল্প, সাহিত্য, বরেণ্য সাধক ও মহাপুরুষদের কথা নিয়ে
ইতিবাচক লেখা আমরা প্রকাশ করি।
* আপনার লেখা ১৫০০ থেকে ২০০০ শব্দের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।
* ধারাবাহিক রচনার ক্ষেত্রে সম্পূর্ণ পাণ্ডুলিপি পাঠাতে হবে।
* লেখার সঙ্গে মূল্যবান নথিপত্র, ফোটো থাকলে তা ফিরিয়ে নেওয়ার দায়িত্ব আপনারই।
* প্রবন্ধের সঙ্গে তথ্যসূত্র দিলে নিম্নোক্ত ক্রম অনুসরণ করুন ও লেখকের নাম, বইয়ের নাম, প্রকাশনা সংস্থার নাম, প্রকাশের স্থান ও বর্ষ, খণ্ড বা ভাগ (যদি থাকে) এবং পৃষ্ঠা। তথ্যসূত্র সম্পূর্ণ না হলে রচনা প্রকাশ করা হয় না।
—সম্পাদিকা